জামি'আর পরিচিতি
মুসলিম উম্মাহ আজ বিশ্বব্যাপী যে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক সংকটের মুখোমুখি—বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। প্রাচীন ইসলামী ঐতিহ্য, মূল্যবোধ ও চেতনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। বিশেষত তরুণ প্রজন্মের মাঝে সঠিক দিকনির্দেশনার ঘাটতি প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে প্রয়োজন এমন একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা, যা ঈমান, জ্ঞান ও চরিত্র—এই তিন ভিত্তিকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে।
এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সালে গাজীপুরে প্রতিষ্ঠিত হয় “জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া”, মহান আল্লাহর অনুগ্রহে বিশিষ্ট আলেম শাইখ ড. মুহাম্মাদ হারুন হুসাইন–এর উদ্যোগে। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি ইসলামি ঐতিহ্য ও আধুনিক জ্ঞানের সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিশীল। এখানে কুরআন-হাদীসের গভীর ভিত্তির পাশাপাশি সমসাময়িক শিক্ষা, নৈতিক প্রশিক্ষণ এবং বাস্তব জীবনে প্রযোজ্য দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া শুধু তথ্যভিত্তিক জ্ঞান নয়; বরং সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ তৈরি করাকেই মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ, সেবামনস্কতা এবং ইসলামী চরিত্র গঠনের পরিবেশ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা, প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ এবং সুপরিকল্পিত পাঠ্যক্রমের মাধ্যমে এখানে তৈরি হচ্ছে এমন এক প্রজন্ম—যারা ঈমানি আদর্শে দৃঢ়, নৈতিকতায় সুদৃঢ় এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম।
মোটকথা, জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া বাংলাদেশের ইসলামী শিক্ষার অঙ্গনে একটি নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দ্রুত অগ্রসর হচ্ছে। ইসলামের আলো ছড়িয়ে নৈতিক ও জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে প্রতিষ্ঠানটির অবদান দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে।
-modified.png)