➤ আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম !
Image 1
Image 2
Image 3
Image 5

জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া

মুসলিম উম্মাহ আজ শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার সংকটে। বাংলাদেশের ইসলামী ঐতিহ্যও ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে প্রয়োজন একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা, যা ঈমান, জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াবে।

এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে "জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া"। ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এটি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা সৎ, যোগ্য ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

**اللهم زد هذا المعهد نورًا وعلماً وإخلاصًا**

ক্যামেরা অ্যাপ

প্রতিষ্ঠাতার বাণী

আলহামদুলিল্লাহ, জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া একটি আদর্শ ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সালাফী মানহাজ ও কওমী শিক্ষার সমন্বয়ে আমরা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সঠিক আকীদাহ ও আমল প্রচারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছাত্রদের দ্বীনি শিক্ষায় সুসংগঠিত করা এবং তাদেরকে আল্লাহভীতি, নৈতিকতা ও আদর্শিকতার আলোকে গড়ে তোলা। আমাদের পাঠক্রমে কুরআন, হাদীস, ফিকহ, আরবি ভাষা ও সালাফী আকীদাহর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আমাদের কোর্সসমূহ

আমাদের কোর্স সম্পর্কে নিচে দেখুন

ميزان الصرف والمنشعب (পঞ্চম শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের ميزان الصرف والمنشعب এর পাশাপাশি পঞ্চম শ্রেণীর বই পড়ানো হয়।
نحومير (ষষ্ঠ শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের نحومير এর পাশাপাশি ষষ্ঠ শ্রেণীর বই পড়ানো হয়।
هداية النحو/ بلوغ المرام (সপ্তম ও অষ্টম শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের هداية النحو/ بلوغ المرام এর পাশাপাশি সপ্তম ও অষ্টম শ্রেণীর বই পড়ানো হয়।
مشكاة المصابيح (নবম ও দশম শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের مشكاة المصابيح এর পাশাপাশি নবম ও দশম শ্রেণীর বই পড়ানো হয়।
الترمذي/ سنن أبي داود (একাদশ শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের الترمذي/ سنن أبي داود এর পাশাপাশি একাদশ শ্রেণীর বই পড়ানো হয়।
صحيح البخاري (দ্বাদশ শ্রেণী)
এই ক্লাসে আরবী ব্যাকরণের صحيح البخاري এর পাশাপাশি দ্বাদশ শ্রেণীর বই পড়ানো হয়।
نوراني/ نازِرَة (নূরানী ও নাজেরা)
এই ক্লাসে نوراني/ نازِرَة তথা মক্তব এর পাশাপাশি শিশুদের একাডেমীক বই পড়ানো হয়।
حفظ القرآن (হিফজুল কোরআন)
এই ক্লাসে ছাত্রদের সহিহ শুদ্ধভাবে কোরআন মুখস্থ করানো হয়।
دور القرآن (দাওর)
এই ক্লাসে হিফজ ও দাওরের পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয়।

পোস্ট সমূহ »

আরও দেখান
আরও পোস্ট লোড করুন কোনো ফলাফল পাওয়া যায়নি

এখন সময়

১১:২৯:২০ PM

শুক্রবার, ২৭ জুন, ২০২৫