



জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া
মুসলিম উম্মাহ আজ শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার সংকটে। বাংলাদেশের ইসলামী ঐতিহ্যও ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে প্রয়োজন একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা, যা ঈমান, জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াবে।
এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে "জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া"। ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এটি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা সৎ, যোগ্য ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
**اللهم زد هذا المعهد نورًا وعلماً وإخلاصًا**

প্রতিষ্ঠাতার বাণী
আলহামদুলিল্লাহ, জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া একটি আদর্শ ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সালাফী মানহাজ ও কওমী শিক্ষার সমন্বয়ে আমরা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সঠিক আকীদাহ ও আমল প্রচারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো ছাত্রদের দ্বীনি শিক্ষায় সুসংগঠিত করা এবং তাদেরকে আল্লাহভীতি, নৈতিকতা ও আদর্শিকতার আলোকে গড়ে তোলা। আমাদের পাঠক্রমে কুরআন, হাদীস, ফিকহ, আরবি ভাষা ও সালাফী আকীদাহর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।