প্রিন্সিপালের বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।

আমরা এমন এক কঠিন সময়ে উপনীত, যখন মুসলিম উম্মাহ শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিকতার গভীর সংকটের সম্মুখীন। দেশের ইসলামী ঐতিহ্যও যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই চ্যালেঞ্জিং মুহূর্তে, আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন ঈমান, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গঠিত একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা।

এই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই "জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া" প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি ইসলামি ও আধুনিক শিক্ষার এক অনন্য সেতুবন্ধন, যা কওমী শিক্ষার ঐতিহ্য এবং পবিত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতে বিশুদ্ধ সালাফী মানহাজের উপর প্রতিষ্ঠিত।

আমাদের মূল উদ্দেশ্য হলো— ছাত্রদের দ্বীনি শিক্ষায় সুসংগঠিত করা এবং তাদেরকে আল্লাহভীতি, নৈতিকতা ও আদর্শিকতার আলোকে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, শিশুর মানসিক ও নৈতিক বিকাশে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সকল দায়িত্ব আমাদের। এই লক্ষ্য অর্জনে আমাদের পাঠক্রমে কুরআন, হাদীস, ফিকহ, আরবি ভাষা এবং সঠিক আকীদার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে, আমাদের প্রতিষ্ঠান সৎ, যোগ্য ও আদর্শবান একটি প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাবে, ইনশা-আল্লাহ।

আমি অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাই, আমাদের এই মহৎ উদ্যোগে আপনারা সহযোগিতা ও সমর্থন দিয়ে পাশে থাকুন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়াই পারে আমাদের এই প্রতিষ্ঠানকে "اللهم زد هذا المعهد نورًا وعلماً وإخلاصًا" (হে আল্লাহ, এই শিক্ষায়তনকে আরও নূর, জ্ঞান ও ইখলাস দান করুন) এই মহৎ দো'আর বাস্তব প্রতিচ্ছবি করে তুলতে।

আল্লাহ তা'আলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে দ্বীন ও মিল্লাতের খাদেম হিসাবে কবুল করুন। আমীন।

শুভেচ্ছান্তে,

অধ্যক্ষ - জামি'আ দারুল হাদীস আল-আরাবিয়া